নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগে শক্তি বাড়াতে তিন বিদেশি ছেড়ে দিয়ে মধ্যবর্তী দলবদলে নতুন দুই বিদেশিকে এনেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এরা হলেন- আইভরিকোস্টের চার্লস দিদিয়ের ও নাইজেরিয়ান ইসমাহিল আকিনাদে। আইভরিকোস্টের চার্লস দিদিয়েরের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছিলেণ এই এই ফুটবলার। অন্যদিকে মিশর লিগে খেলে আসা নাইজেরিয়ান ফরোয়ার্ড ইসমাহিল আকিনাদে এবারই প্রথম এসেছেন বাংলাদেশে। দিদিয়ের তিন দিন এবং ইসমাহিল দলের সঙ্গে দুই দিন ধরে অনুশীলন করছেন। ছেড়ে দেওয়া তিন বিদেশি হলো- দুই ব্রাজিলিয়ান এলটন মাচাদো ও থিয়াগো আমারাল এবং পর্তুগীজ ইসমাইল রুটি। নতুন দুই বিদেশি সম্পর্কে রাসেলের ভারপ্রাপ্ত কোচ জুলফিকার মাহমুদ মিন্টু শনিবার বলেন, ‘তারা দলের সঙ্গে অনুশীলন করছে।’ প্রিমিয়ার লিগের ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিযে বারো দলের মধ্যে দশমস্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে শেখ রাসেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।