Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় বার পুজোয় বাঙালির বর্ষবরণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ১২:১১ পিএম

বৃহস্পতিবার ভোরের আলো তখন সবে ফুটেছে। কলকাতার মেয়র ববি হাকিম একদল কচি কাঁচার সঙ্গে পথে নামলেন- জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। বাংলা নতুন বছরকে আবাহন জানালো ভোর থেকেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন। পথে পথে তখন প্রভাতফেরি বেরিয়ে পড়েছে। বিধায়ক দেবাশীষ কুমার এর ত্রিধারার প্রভাতফেরিতে তারকার ঢল। উত্তরের লেক টাউনে মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে পদযাত্রায় মানুষের ঢল। দু বছরের করোনা কাঁটা পেরিয়ে মানুষ আবার উৎসবমুখী হয়েছে এদিন।

সকালে বাজারেও এর প্রতিফলন ঘটেছে। নতুন বছর মানেই একটু ভালোমন্দ খাওয়ার দিন। তাই, মাংসের দোকানের সামনে লম্বা লাইন। ইলিশ, কই, রুই এর পায়াভারি।

মোহনবাগান আর ইস্টবেঙ্গল ক্লাবে বার পুজো হল পুরোহিতের দেয়া সময় মিলিয়ে। দুই ক্লাবেই বেজেছে সানাই। ভুরিভোজ দুই ক্লাবেই। মোহনবাগানের রাধাবল্লভি, আলুর দম, দরবেশ, পান্তুয়া। ইস্টবেঙ্গল এ আবার কব্জি ডুবিয়ে খাওয়া। কালীঘাটে নতুন খাতার মহরৎ এর ভিড় উপচে পড়ছে। সন্ধ্যায় নানা অনুষ্ঠান আর হালখাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ