Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরে ৪ মুজাহিদকে গুলি করে হত্যা, গাড়ি উল্টে প্রাণ গেল ২ সেনার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ৯:৩৯ এএম

ভারত অধিকৃত কাশ্মিরের সোপিয়ান জেলার বদিগামে ৪ মুজাহিদকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে দুই সেনা প্রাণ হারিয়েছেন।

কাশ্মির পুলিশ জানিয়েছে, মনে করা হচ্ছে, নিহতরা সবাই লস্কর-এ-তৈয়বার সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

আগে থেকেই খবর ছিল, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে থাকতে পারে। তাই পুলিশ ও সেনার যৌথভাবে সেখানে তল্লাশি চালায়। যৌথ অভিযানে ৪ মুজাহিদের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত সবাই স্থানীয় বাসিন্দা। তারা লস্কর-এ-তৈয়বার সদস্য ছিলেন।
এদিকে ঘটনাস্থলে পৌঁছনোর সময় দুর্ভাগ্যজনকভাবে প্রাণ যায় দুই জওয়ানের। গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ