Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলাতক রুশপন্থি ইউক্রেনীয় রাজনীতিক ‘আটক’, বন্দি বিনিময়ের প্রস্তাব জেলেনস্কির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১০:১১ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে দেশের জ্যেষ্ঠতম রুশপন্থি রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে বন্দি করা হয়েছে বলে সগর্বে ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকা ভিক্টর মেদভেদচুক পলাতক ছিলেন। খবর বিবিসির।

যুদ্ধের ৪৮তম দিনে জেলেনস্কি তাঁর রাত্রিকালীন ভাষণে দাবি করেন, মেদভেদচুক বিচারের হাত থেকে পালানোর জন্য সামরিক ছদ্মবেশে ছিলেন। এমন কাণ্ডের নিন্দা জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘মেদভেদচুক যদি সামরিক পোশাক বেছে নেন, তাহলে তিনি যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়ছেন।’

জেলেনস্কি আরও জানান, তাঁরা রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয়দের সঙ্গে মেদভেদচুক বিনিময়ের প্রস্তাব দেবেন।

‘মেদভেদচুক রাশিয়ার জন্য উদাহরণ হোক’, যোগ করেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, “সাবেক এক রুশ ‘অলিগার্ক’ও (ধনকুবের) পালাতে পারেননি। আর, অন্যান্য সাধারণ অপরাধীদের কথা না-ই বা বললাম। আমরা সবাইকে ধরব।’

‘রাশিয়ার সহযোগীদের শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে’, যোগ করেন জেলেনস্কি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ