Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১০০ কর্মচারীকে গাড়ি উপহার দিলো যে কোম্পানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৩:৩২ পিএম

কর্মীদের নিরন্তর সমর্থন, কোম্পানির সাফল্য এবং আয় বৃদ্ধিতে অতুলনীয় অবদানের জন্য ১০০টির মতো গাড়ি উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১১ এপ্রিল) ভারতের চেন্নাইভিত্তিক আইটি ফার্ম 'আইডিয়াস টু আইটি' তাদের ১০০ কর্মচারীকে মারুতি সুজুকি ব্র্যান্ডের গাড়ি প্রদান করেছে।
প্রতিষ্ঠানটির মার্কেটিং হেড হরি সুব্রামানিয়ান বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে আমাদের অংশ হয়ে থাকার জন্য আমরা আমাদের ১০০ জন কর্মচারীকে ১০০টি গাড়ি উপহার দিচ্ছি। আমাদের ৫০০ জন কর্মচারী রয়েছে। আমাদের নীতি হলো আমরা যে সম্পদ লাভ করেছি, তা আবার কর্মচারীদের কাছে ফেরত দেওয়া।
'আইডিয়াস টু আইটি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরলী বিবেকানন্দন বলেন, কর্মচারীরা কোম্পানির উন্নতির জন্য অনেক পরিশ্রম করেছে। কোম্পানি তাদের গাড়ি দিচ্ছে না, তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে এটি অর্জন করেছে।
তিনি বলেন, সাত-আট বছর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যখন আমরা লক্ষ্য অর্জন করব তখন আমরা আমাদের সম্পদ ভাগ করে নেব। এই গাড়ি পুরষ্কার শুধু প্রথম পদক্ষেপ মাত্র। আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ