মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে আবারও ছড়ালো ধর্মীয় সহিংসতা। সোমবার (১১ এপ্রিল) সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রাম নবমীর শোভাযাত্রা চলাকালে ছড়ানো উত্তেজনায় গুজরাটে প্রাণ হারিয়েছেন ২ জন, আহত হয়েছেন কয়েকশ মানুষ। সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে হয় সহিংসতা।
উত্তেজিত রাজ্যগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্মবার্ষিকী উদযাপনে বের করা হয় শোভাযাত্রা। সেখানে পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। বেশকিছু ঘরবাড়ি এবং ধর্মীয় স্থাপনায়ও ভাঙচুর চালানোর খবর মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি শহরে জারি রয়েছে কারফিউ, মাঠে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যও।
গুজরাটে সংঘাতের পর খাম্বাট এলাকা থেকে উদ্ধার করা হয় দুটি মরদেহ। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। রাম নবমীর পদযাত্রা লক্ষ্য করে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় সংঘর্ষ ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পোস্ট করা থেকে সংযত থাকার অনুরোধ করেছে রাজ্যগুলোর প্রশাসন। এদিকে, বিহারের একটি মসজিদে গেরুয়া পতাকা ওড়ানোকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও কেউ গ্রেফতার হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।