Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়রকের এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যাপক পরিসরে ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্র থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ২:১৪ পিএম

মুলধারার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে নিউইয়রকের অন্যতম কমিউনিটি সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল সমপন্ন হয়েছে । গত ১০ এপ্রিল রোববার ইফতার ও দোয়া মাহফিলে সিটির বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান মানুষের জনসমাগম ছিল । এতে অন্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কংগ্রেস ওমেন ক্যারোলাইন মেলনি, বিশেষ অতিথি হিসেবে স্টেট অ্যাসেম্বলি মেন জহরান মামদানি, রেইবনউড ট্যানেনট এসোসিয়েশন প্রেসিডেন্ট কেরল ওয়েলকিন, ১১৪ প্রিসিংকটের কমিউনিটি এফেয়ার অফিসার টুবার, চাকন , ডিস্ট্রিক্ট ২৬ কাউন্সিল অফিসের পারাহ সালাম, জালালাবাদ এসোসিয়েশনের প্রথম নির্বাচিত সভাপতি আব্দুল বাছিত ,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মিসবা মজিদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল হোসেন ও ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, সাবেক সেক্রেটারি সৈয়দ মামুন, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন, নিউইয়রক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও টাইম টিভির সিইও আবু তাহের, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি জসেফ চৌধুরী ,গোলাপগঞ্জ সমিতির উপদেষ্টা বেলাল উদ্দীন, কুলাউড়া সমিতির সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী ও সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন, জাসদ নেতা নুরে আলম , আবু হামিদ (আবু)জিকু ,এসেমবলী ম্যান ডিস্ট্রিক্ট ৩৬ ক্যাম্পেইন ম্যানেজার জুবায়ের মার্চেন্ট, কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস, এসএম প্রিনটিং এর সত্বাধিকারী মুনিরুজজামান ,ফজলু মিয়া ও প্রমুখ । বিশেষভাবে উপস্থিত ছিলেন, আল-আমিন জামে মসজিদের কমিটির সদস্য বৃন্দের মধ্যে সভাপতি জয়নাল আবদীন শাফায়াত খান, সাদেক জসীম আহমেদ, আব্দুস সালাম আজম, আমিন হোসেন, আব্দুল হান্নান, আনসার চৌধুরী, আমির আলী, মনির উদ্দীন, আব্দুর রহিম তাজুদ ,হোসেন, হাফিজ ইশরাক আহমেদ, মাওলানা নেসার আহমেদ, মৌলভীবাজার ডিষট্রিকট সোসাইটির সদস্য ,চৌধুরী মোমিত তানিম । দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান চৌধুরী ।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এ অনুষ্ঠানটি পরিচালনা করেন । এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, চৌধুরী সালেহ, সদস্য শাহিন হাসনাত ,কোষাধ্যখখো এমদাদ রহমান তরফদার, মো: নুরুল হক ,আবু সুলায়মান, সদস্য ফয়সল আহমেদ, আনোয়ার হোসেন, ময়নুল হক চৌধুরী, মীর জাকির, মোহামমদ রুবেল ,সাদমান রশিদ ,পাহিমুজামান , সহ কমিটির নেতৃবৃন্দরা । মুলধারার রাজনীতিবিদসহ উপসথিত সকলে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির এই সুন্দর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের ভুয়সী প্রশংসা করেন ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ