প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের বিধান রিবেরু। দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহর কানে আগামী ১৭ মে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত চলবে মর্যাদাসম্পন্ন এই আয়োজন। কানসৈকতে পরিবার নিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই চলচ্চিত্র সমালোচক।
বিধান রিবেরু জানান, ‘কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ফিপরেস্কি জুরি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য পরম পাওয়া। বলতে পারি আমার জীবনের সবচেয়ে বড় খবর। জার্মানিতে ফিপরেস্কির প্রধান কার্যালয় এবং বাংলাদেশ অংশের প্রতি কৃতজ্ঞ আমি। আমার পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই। বিশেষ করে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক আহমেদ মুজতবা জামালের প্রতি অনেক ভালোবাসা রইলো।’
জান গেছে, কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ প্রতিযোগিতা শাখা ও আঁ সাঁর্তে রিগা এবং প্যারালাল সেকশন ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকের মধ্য থেকে সেরা একটি করে ছবিকে পুরস্কার দেয় ফিপরেস্কি। বিধান রিবেরু প্যারালাল সেকশন ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নির্বাচিত ছবিগুলো দেখে বিজয়ী নির্বাচন করবেন। তার সঙ্গে থাকবেন বিভিন্ন দেশের চলচ্চিত্র সমালোচকরা। ফিপরেস্কি থেকে এর আগে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করার সুযোগ পান বিধান রিবেরু। এবার ডাক এলো কানসৈকতে পা রাখার।
তবে এবারই প্রথম নন, এর আগেও বাংলাদেশ থেকে ফিপরেস্কির বিচারক হিসেবে ডাক পান চলচ্চিত্র সমালোচক আহমেদ মুজতবা জামাল। ২০০২, ২০০৫ ও ২০০৯ সালে ফিপরেস্কির বিচারকের আসনে বসেছিলেন তিনি। ২০১৯ সালে এই চেয়ারে বসেন সাদিয়া খালিদ রীতি। বাংলাদেশের মেয়েদের মধ্যে তিনিই প্রথম ফিপরেস্কির বিচারক হন। ২০২২ সালে আমন্ত্রণ পেলেন বিধান রিবেরু।
বিধান রিবেরু ২০০৫ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করেছেন তিনি। স্নাতক করেছেন কম্পিউটার বিজ্ঞানে। নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। মাঝে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’, ‘চলচ্চিত্র বিচার’, ‘শাহবাগ: রাজনীতি ধর্ম চেতনা’, ‘বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ’, ‘বলিউড বাহাস’ প্রভৃতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।