মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের ‘যত অস্ত্র প্রয়োজন’- সব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোববার এ কথা জানান। এমন খবর দিয়েছে রয়টার্স।
সুলিভান বলেন, রাশিয়া কর্তৃক বিভিন্ন অঞ্চল দখল, বেসামরিকদের ওপর হামলা- ওয়াশিংটন যাকে যুদ্ধাপরাধ বলছে, তা প্রতিরোধে বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্র দেবে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, রাশিয়া আরও শহর দখল করছে, সেখানে তারা অপরাধযজ্ঞ চালাচ্ছে। রাশিয়ানদের হটাতে ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন, তা আমরা দিতে যাচ্ছি।
এনবিসি নিউজের মিট দ্য প্রেসে সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব অস্ত্র ইউক্রেনে পৌঁছে দিতে কাজ করছে। পাশাপাশি অন্যান্য দেশের অস্ত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমন্বয় করছে। তিনি বলেন, প্রতিদিন অস্ত্র আসছে। এমনকি আজও এসেছে।
গত সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দিয়েছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।