মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের মধ্যেই গতকাল শনিবার ইউক্রেন সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভ ঘুরে দেখেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানাতে তার এই সফর। শনিবার কিয়েভ সফরে গিয়ে বরিস বলেন, ‘ইউক্রেন আবারও ঘুরে দাঁড়বে। ইউক্রেনের প্রতি সমর্থনের পাশাপাশি রাশিয়ার ওপর সপ্তাহে সপ্তাহে চাপ বাড়াবে যুক্তরাজ্য’। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমার কোনও সন্দেহ নেই একটি স্বাধীন সার্বভৌম ইউক্রেন আবারও ঘুরে দাঁড়াবে। ইউক্রেনের জনগণের সাহসিকতার জন্য ধন্যবাদ। ইউক্রেনে যুদ্ধ চলার মধ্যেই আকস্মিক কিয়েভ সফরে যান বরিস। কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী বরিস। শনিবার এই দুই নেতার মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। ইউক্রেনকে আরও মানবিক এবং প্রতিরক্ষামূলক সহায়তার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। রুশ অভিযানের প্রথম থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে ব্রিটেন। ইতোমধ্যে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেছে বরিস সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ানরা বিশ্বাস করেছিল যে ইউক্রেন কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে নিতে পারবে। আর কিয়েভও কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাবাহিনীর হাতে চলে যাবে। কত ভুলের মধ্যে ছিল তারা। ইউক্রেনের জনগণ সিংহের মতো সাহস দেখিয়েছে। জেলেনস্কির সঙ্গে আলোচনার পর জনসন ইউক্রেনের জন্য সাঁজোয়া যান ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রæতি দেন। এ সময় জেলেনস্কি ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাজ্যকে অনুসরণ করার জন্য পশ্চিমাদের প্রতি আহŸান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক দেশের উচিত যুক্তরাজ্যের উদাহরণ অনুসরণ করা। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।