প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব। এই নায়ক আরেক নায়িকা রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর দীর্ঘদিনের। তাদের বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। ২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী জুটির সিনেমা ‘কিশমিশ’। সিনেমা মুক্তির দিনই দেব তার প্রেমিকাকে বিয়ের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম।
জানা গেছে, সিনেমাটির প্রচারের জন্য শনিবার (০৯ এপ্রিল) দক্ষিণ কলকাতার একটি শপিং মলে হাজির হয়েছিলেন দেব ও রুক্মিণী। সেখানে মাঝেমধ্যে খুনসুটি করতে দেখা যায় তাদের। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘২৯ এপ্রিল রুক্মিণীকে বিয়ে করছি’।
তবে দেব সত্যিই বিয়ে করছেন নাকি সিনেমার প্রচারের জন্য এমন ঘোষণা দিয়েছেন- এখনও তার কোনো কিনারা করতে পারেনি পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।
ধারণা করা হচ্ছে, বাস্তবে নয়, ‘কিশমিশ’ সিনেমার কোনো দৃশ্যেই হয়ত তাদেরকে বিয়ে করতে দেখা যাবে। আর এটাকেই রসিকতা করেই বোধয় দেব সামনে এনেছেন তিনি। এখন দেখা যাক তার এই বিয়ের দিন সত্যি বিয়ে করবেন দেব নাকি এটাও সিনেমারই একটি প্রচারণা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।