মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যতই সতর্কতা থাকুক, হ্যাকারদের দৌরাত্ম্য রোখা যাচ্ছে না। এবার হ্যাক হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট। শুক্রবার গভীর রাতে হ্যাক হয়ে যায় তার অ্যাকাউন্ট। আচমকাই একের পর এক অপ্রাসঙ্গিক পোস্ট হতে থাকে। দেখা যায়, মুখ্যমন্ত্রীর মুখ বদলে সেখানে বসানো হয়েছে একটি বাঁদরের কার্টুন চরিত্র। শেষ পর্যন্ত ঘণ্টা চারেক পরে ফের অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে প্রায় শ’খানেক টুইট করা হয়ে গিয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।
সোশ্যাল মিডিয়ায় যোগীর জনপ্রিয়তা যথেষ্ট। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৪০ লাখ। অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পরে সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করতে থাকেন তাদের অনেকেই। সেই পোস্টে ট্যাগ করা হয় উত্তরপ্রদেশের পুলিশ ও যোগী আদিত্যনাথকে। এরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অ্যাকাউন্টটি উদ্ধার হওয়ার পরে অপ্রাসঙ্গিক সমস্ত টুইট ডিলিট করে দেওয়া হয়েছে।
ভারতে সম্প্রতি প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি দপ্তরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নিয়মিতই ঘটতে দেখা গিয়েছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে হ্যাক করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। মাঝরাতে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটি বিতর্কিত পোস্টও করা হয়। পোস্টটি প্রায় ৩ মিনিট মোদির টাইমলাইনে ছিল। যদিও তারপরই টুইটার কর্তৃপক্ষ মোদির অ্যাকাউন্টটি উদ্ধার করে।
মনে করা হচ্ছিল, সম্ভবত কাণ্ডটি ঘটিয়েছে বিটকয়েন মাফিয়ারা। কারণ, মাঝরাতে মোদির টুইটারে পোস্ট করে ঘোষণা করা হয়েছিল, ভারত সরকার বিটকয়েনকে বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, ওই টুইটে আরও বলা হয়, ভারত সরকার নিজে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কিনে তা সাধারণ নাগরিকদের মধ্যে বিলিয়ে দেবে।
গত ফেব্রুয়ারিতে হ্যাকাররা হানা দিয়েছিল সংসদ টিভির ইউটিউব চ্যানেলে। চ্যানেলটির নাম বদলে করে দেওয়া হয় ‘ইউথেরিয়াম’। পরে সেটি উদ্ধার করা হয়। এবার হ্যাক হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টও। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।