মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন থেকে আগত শরণার্থীদের থাকার ব্যবস্থা এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে ২০০ কোটি ইউরো খরচ করবে জার্মানি। বৃহস্পতিবার জার্মানির ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান চ্যান্সেলর ওলাফ শলৎস। জার্মান সরকারের নেয়া উদ্যোগের আওতায় দেশটির শরণার্থীরা জুন থেকে বেকার ভাতা, সামাজিক প্রকল্পের সুবিধাও ভোগ করবেন। এর ফলে তাদেরকে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা সহজ হবে বলে উল্লেখ করেছেন শলৎস। এর আগে বার্লিন এবং ব্রান্ডেনবুর্গসহ বিভিন্ন রাজ্য ফেডারেল সরকারের কাছেইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা চেয়েছিল। তার প্রেক্ষিতেই শলৎস রাজ্যপ্রধানদের সঙ্গে আলোচনায় বসেন। ফেডারেল পুলিশের তথ্য অনুসারে, জার্মানিতে বর্তমানে তিন লাখ ১৬ হাজার ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছেন। শুধু বার্লিনেই প্রায় ৬০ হাজার শরণার্থী এসেছেন। সরকারের সিদ্ধান্তের কারণে তারা এখন চাকরি, স্বাস্থ্যসেবা এবং জার্মানভাষা কোর্সে সহজে প্রবেশাধিকার পাবেন। ডিপিএ, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।