শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
হায় চিত্রা! কেমন আছো তুমি?
এখনো কি তুমি বয়ে চলো আগের মতই
সুনসান, নিরিবিলি?
এখনো কি তোমার পাজর ভেঙ্গে
ঢেউ গুলো ফিরে যায়?
এখনো কি আমায় রেখেছ মনে
সুগভীর নিরবতায়?
এখনো কি তোমার বুকে বাসা বাঁধে
কচুরীপানার ঝাক?
এখনো কি তোমার বুক চিরে ওড়ে
পানকৌড়ি, সাদা বক?
তুমি কি এখনো আগের মতই
লাস্যময়ী, দুর্বার?
এখনো কি তুমি ছুটে চলো অবিরাম
দুর বহুদুর পারাবার?
এখনো কি তোমার দেহের বাঁকে
যৌবন ছলো ছলো?
তুমি কি এখনো গান গাও
সুর তোল কলো কলো?
এখনো কি তোমায় খুজে পাবো
সেই রঘুনাথপুর খেয়াঘাট?
এখনো কি বসে তোমার সকাশে
শুলপুরের ছোট হাট?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।