Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ২ নারী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ৩:২৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বুধবার রাতে এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা ও আরো দু’জন নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ সার্জেন্ট এরিক গ্রিপ এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে সেপ্টা ট্রানজিট পুলিশ অফিসারের অস্ত্রোপচার হয়। তার অবস্থা ‘আশঙ্কাজনক তবে স্থিতিশীল’।
তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তা টহলরত থাকা অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে দু’জন নারীও গুলির শিকার হন। নারীরা প্রত্যেকে তলপেটে আঘাত পেয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
গ্রিপ বলেন, পুলিশ কর্মকর্তা তখন সেখানে এক ব্যক্তিকে একটি বন্দুক হাতে দেখতে পান। বন্দুকধারী পালিয়ে লিপার স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট ভবনে প্রবেশ করেন। এ সময় পুলিশের সাথে গুলি বিনিময় শুরু হলে একজন কর্মকর্তা আহত হন।
পুলিশ জানায়, অফিসাররা ভবনে প্রবেশ করে লোকটিকে দ্বিতীয় তলায় কিছু যন্ত্রপাতির মধ্যে অচেতন অবস্থায় পান। পরে তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। সূত্র : ইউএনবি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ