প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন জুনিয়র আর্টিস্ট। বিগত কমিটি তাদের ‘অশিল্পী’ চিহ্নিত করে বাদ দেয়। বাদ পড়াদের মধ্যে ১০৩ শিল্পী সদস্যপদ ফিরে পেয়েছেন। ফলে তারা প্রত্যেকে আগামীবার থেকে নির্বাচনে ভোট দিতে পারবেন। বুধবার (৬ এপ্রিল) শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ খবর এখনও পাওয়া যায়নি।
শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো ১০৩জন। আমাদের কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভোটাধিকার হারানোদের ভোটের অধিকার ফিরিয়ে দেব। আমরা আমাদের কথা রেখেছি।’
এদিকে শিল্পীরা ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে আনন্দে ভাসছেন। পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ ও তাদের নেতৃত্বের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা। ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তারা বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত। সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। তাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।