মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘বøক’ করেছে দেশটির তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। বাকিগুলো ভারতীয় চ্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ওয়াকিবহাল মহল বলছে, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রথম ভারত থেকে নিয়ন্ত্রিত কোনও ইউটিউব চ্যানেলকে বন্ধ করলো সরকার। শুধু ২২টি ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার হ্যান্ডেল, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদ ওয়েবসাইটও বøক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মির-সহ বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পরিবেশন করা হতো। সেই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি পাকিস্তান থেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে ভারতবিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।’ সরকার সূত্রে খবর, এই ইউটিউব চ্যানেলগুলোতে এমনভাবে সংবাদ পরিবেশন করা হতো যে, এক ঝলকে দেখে মনে হতে পারে, সেগুলো জনপ্রিয় কোনও ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।