মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে বেসামরিক হত্যাকাÐের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। রাশিয়া কিয়েভ ও আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর বুচায় রুশ নির্মমতার চিত্র উন্মোচিত হতে থাকে, যাকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করে এর শাস্তি দাবি করেছেন। তবে বুচায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করে ইউক্রেইনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটনের তত্ত¡াবধানে শিল্পোন্নত সাত দেশের জোট ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এবং রাশিয়ায় নতুন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কয়লা ও ইইউর বন্দরে রুশ জাহাজগুলোর প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে। ইইউর নির্বাহী উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, তারা রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার জন্যও কাজ করছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, কয়লার ওপর নিষেধাজ্ঞা হবে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রথম পদক্ষেপ। ইউক্রেন বলছে, রাশিয়ার গ্যাসে নিষেধাজ্ঞা আরোপ শান্তি আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানো ও যুদ্ধের সমাপ্তি টানার জন্য গুরুত্বপূর্ণ। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবেগপূর্ণ ভাষণের পর জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সময় অবশ্যই দখলদার বাহিনীর যুদ্ধাপরাধের গুরুত্ব বিবেচনায় হতে হবে। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “এরপরেও যদি রাশিয়ার ব্যাংকগুলো নিয়মিত কার্যক্রম চালিয়ে যায়, যদি রাশিয়ার পণ্য প্রবাহ স্বাভাবিক থাকে, যদি ইইউ দেশগুলো রাশিয়ার জ্বালানির মূল্য শোধ করে, সেক্ষেত্রে হয়তো অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ একই রকম নাও থাকতে পারে।” নিউ জিল্যান্ড জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করছে তারা এবং রাশিয়ার কৌশলগত শিল্পখাতগুলোতে শিল্প পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার আওতাও বাড়ানো হচ্ছে। এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা বুচা হত্যাকাÐের জন্য পুতিনকে দায়ী করে এর বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।