মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বাকি রাজনৈতিক দলগুলিকে কর্পোরেট অনুদানে ফের টেক্কা দিল বিজেপি। ২০১৯-২০ অর্থবর্ষে জাতীয় দলগুলি ৯২১.৯৫ কোটি রুপি অনুদান হিসাবে পেয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার থেকে। এর মধ্যে শুধু বিজেপির দলীয় তহবিলেই জমা পড়েছে ৭২০.৪০৭ কোটি রুপি, যা মোট অর্থের ৭৮ শতাংশ!
দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের সঙ্গে ব্যবধান অনেকটাই। জাতীয় দল হিসাবে তৃণমূল এদের ধারে-কাছে না-এলেও ইলেক্টোরাল ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। সিপিএম কোনও অনুদানই পায়নি কর্পোরেট সংস্থার থেকে।
সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে। সেই হিসাবে দেখা যাচ্ছে ২০১৭-১৮-এর তুলনায় ২০১৮-১৯ অর্থবর্ষে কর্পোরেট সংস্থাগুলির থেকে প্রাপ্ত অনুদান ১০৯ শতাংশ বেড়েছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে সংস্থাটি।
বিজেপি, কংগ্রেস, এনসিপি, তৃণমূল এবং সিপিএম- এই পাঁচটি জাতীয় দলের প্রাপ্ত অনুদান নিয়ে সংস্থাটি এই বিশ্লেষণের কাজ করেছে। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিজেপি ২০১৯-২০ অর্থবর্ষে ২০২৫টি কর্পোরেট সংস্থার থেকে ৭২০.৪০৭ কোটি রুপি অনুদান পেয়েছে। কংগ্রেস ১৫৪টি কর্পোরেট সংস্থার থেকে ১৩৩.০৪ কোটি রুপি অনুদান পেয়েছে। অন্য দিকে শরদ পাওয়ারের দল এনসিপি ৩০টি সংস্থার থেকে ৫৭.০৮৬ কোটি রুপি অনুদান পেয়েছে। এই অর্থবর্ষে সিপিএম জানিয়েছে, তারা কোনও অনুদান পায়নি কোনও কর্পোরেট সংস্থার থেকে।
স্বেচ্ছাসেবী সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী ২০১২-১৩ থেকে ২০১৯-২০ অর্থবর্ষের মধ্যে ২০১৯-২০ অর্থবর্ষে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি (৯২১.৯৫ কোটি রুপি)। প্রসঙ্গত, ওই সময় ছিল ১৭তম লোকসভা নির্বাচন। এর আগের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি (১৬তম লোকসভা নির্বাচনের সময় অনুদান ৫৭৩.১৮ কোটি রুপি)।
সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে ভারতী এন্টারপ্রাইজের প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট অনুদানদাতাদের শীর্ষে রয়েছে। তারা বিজেপি এবং কংগ্রেসকে সবচেয়ে বেশিবার অনুদান দিয়েছে। সব মিলিয়ে ২০১৯-২০ অর্থবর্ষে ৩৮ বার অনুদান দিয়েছে যার পরিমাণ ২৪৭.৭৫ কোটি রুপি। প্রুডেন্ট বিজেপি-কে ২১৬.৭৫ কোটি রুপি এবং কংগ্রেসকে ৩১ কোটি রুপি দিয়েছে।
এডিআর-এর রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে ইলেক্টোরাল ট্রাস্ট জাতীয় দলগুলির সবচেয়ে বড় দাতা। দলগুলি অনুদানের ৪৩ শতাংশ (মোট ৩৯৭.৮২ কোটি রুপি) পেয়েছে এই ট্রাস্ট থেকে। তার পরেই রয়েছে উৎপাদন ক্ষেত্র। সেখান থেকে প্রাপ্ত অনুদানের পরিমাণ ১৪৬.৩৮ কোটি রুপি। ট্রাস্ট থেকে বিজেপি, কংগ্রেস, তৃণমূল এবং এনসিপি সর্বাধিক অনুদান পেয়েছে। বিজেপি পেয়েছে সর্বাধিক ৩২৩.২৩ কোটি রুপি, তার পর রয়েছে কংগ্রেস (৭১ কোটি), তৃণমূল (২ কোটি) এবং এনসিপি (দেড় কোটি রুপি) পেয়েছে। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।