Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে এলো শাকিব-পূজার ‘গলুই’-এর টিজার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১০:৫০ এএম

নির্মাণের শুরু থেকে আলোচনায় দেশের শীর্ষ তারকা শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমাটি। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় টিওটি ফিল্মসের ইউটিউব চ্যানেলে সিনেমাটির টিজার মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে টিজারটি পাওয়া যাচ্ছে শাকিব খানের ফ্যান পেজে। এছাড়া টিজারটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পূজা চেরী। সেখানে জানানো হয়, আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

খোরশেদ আলম খশরু প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেছেন ‘গলুই’ এস এ হক অলিক। টিজার প্রকাশের মাধ্যমে গলুই-এর অফিশিয়াল প্রমোশন শুরু হচ্ছে জানিয়ে পরিচালক বলেন, ‘‘টিজারের পরেই ৯ এপ্রিল হাবিবের ‘জমবে মেলা’ নামে বৈশাখের গান ছাড়া হবে। ৪-৫দিন পরেই ইমরান-কনার গাওয়ার বৃষ্টি নিয়ে আরেকটি গান ছাড়া হবে।’’

পরিচালক আরো জানান, এর মধ্যে গলুই-এর পোস্টার অফিশিয়াল পোস্টার প্রকাশ হবে। যেহেতু অফিশিয়াল পোস্টার হাতে পাননি, তাই আগেই কবে আসবে জানাতে চান না তিনি। বলেন, ফেসবুকে কিছু পোস্টার ছড়িয়েছে, এগুলো অফিশিয়াল নয়।

২০২০-২১ অর্থ বছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি শাকিব খান অভিনীত প্রথম অনুদানের সিনেমা। আর এই সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরী৷ প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইচ উপজীব্য করে নির্মিত ‘গলুই’ নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকার কারণে আরও ২মাস আগেই সিনেমাটি মুক্তির জন্য হল বুকিং শুরু হয়েছে।

শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরীসহ আরো অনেকে। জামালপুর ও টাঙ্গাইলে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ