নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ২৯ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। গতকাল বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলার সভাকক্ষে দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়া জাহিরুলকে, গ্র্যান্ড মাস্টার রাজীব রাশেদুলকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ শাহনাজকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ নাসিরউদ্দিনকে, ফিদে মাস্টার পরাগ নীলয় দেবনাথকে হারান। এছাড়া ফিদে মাস্টার আমিন রাইসনকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ হাসান মিয়াকে, ফিদে মাস্টার নাসির আনিসকে, ক্যান্ডিডেট মাস্টার দিহান আনিসুরকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় মওলাকে, মাহফুজ মাসুদকে, ফিদে মাস্টার জাভেদ দীন মোহাম্মদকে, ক্যান্ডিডেট মাস্টার শাওন জুয়েলকে, জাবেদ আসিফকে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাব আফজালকে, সাজিদ মনিকে, গাজী সোহেলকে, শওকত শরীয়তকে, রুহুল আরিফুলকে, সাকের অভিজিৎকে, রিপন শামসুলকে, ফিদে মাস্টার সাইফ হাসানকে, শহিদুল ওয়ালিদকে, ফিরোজ ফয়সালকে, আমিনুল আমিরুলকে, সায়র জুয়েল হোসেনকে, রাজু মাহবুবকে, ইমন চৌধুরীকে ও গিয়াস নাসিমকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন। আজ দুপুর ২টায় একই ভেন্যুতে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।