Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেটিং দাবায় হেরেছেন জিয়া

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগীতার দ্বিতীয় রাউন্ডে মোহাম্মদ মানিকের কাছে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জিয়ার হারের দিন জয় তুলে নিয়েছেন দেশের অপর দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব। রাকিব হারান রিপনকে। এবং রাজিব জয় পান নজরে মাওলার বিপক্ষে। অন্যদিকে আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন টানা দ্বিতীয় জয় পেয়েছেন। তিনি হারান হাদিকে। এছাড়া আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার সাইফ উদ্দীন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও মেহেদী হাসান পরাগ দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেটিং দাবায় হেরেছেন জিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ