Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে এবার মসজিদের লাউডস্পিকার সরিয়ে নেয়ার দাবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:০৩ পিএম

মসজিদের বাইরে থেকে লাউডস্পিকার সরিয়ে নিতে হবে। সেই কাজটা না করলে বাজানো হবে হনুমান চালিশা। ভারতের মহারাষ্ট্র সরকারকে এমনই ‘হঁশিয়ারি’ দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএসএন) প্রধান রাজ ঠাকরে।

শনিবার মুম্বাইয়ের শিবাজি পার্কে মারাঠি নববর্ষের অনুষ্ঠানে রাজ বলেন, ‘মসজিদের বাইরে লাউডস্পিকারের কী প্রয়োজন আছে? যখন সেই ধর্মের (ইসলাম ধর্ম) যাত্রা শুরু হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল? যদি সরকার এগুলো (লাউডস্পিকার) সরিয়ে না নেয়, তাহলে এমএসএন কর্মীরা হনুমাব চালিশা চালাবেন।’ সঙ্গে রাজ দাবি করেন, ‘আমি (কোনও ধর্মের) প্রার্থনা বা কোন ধর্মের বিরোধী নই। আমি নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করি।’

মারাঠি নববর্ষের অনুষ্ঠানে হিন্দুত্ববাদী তাস খেলতে কোনওরকম কসুর ছাড়েননি রাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়ে রাজ বলেন, ‘এইসব বস্তিতে (মুম্বইয়ের মুসলিম অধ্যুষিক বস্তি এলাকা) পাকিস্তানের সমর্থকরা বাস করেন। মুম্বাই পুলিশ ভালোমতোই জানে যে কী হচ্ছে। ভোটব্যাঙ্ক হিসেবে তাদের ব্যবহার করছেন আমাদের বিধায়ক। তাদের আধার কার্ডও নেই। কিন্তু তাদের আধার কার্ড তৈরি করে দিচ্ছেন আমাদের বিধায়করা।’

তারইমধ্যে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে কটাক্ষ করেন রাজ। তার দাবি, ধর্ম, বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে এনসিপি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএসএন) প্রধানের কথায়, ‘আমরা যদি জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে না আসি, তাহলে আমরা কীভাবে হিন্দু হয়ে উঠব?’ সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

Show all comments
  • jack ali ৩ এপ্রিল, ২০২২, ২:২০ পিএম says : 0
    May Allah's curse upon all these Barbarian Criminals. O'Allah these criminals have transgressed all bounds and as such destroy and wipe out them from Your world and made their life hell in this world and throw them in Hell forever. They are not human being.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ