গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হাজারীবাগ থানার বসিলা ব্রিজের পাশে স্বাধীন পরিবহনের ধাক্কায় দেলোয়ার হোসেন পাটোয়ারী (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি জানিয়ে হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) জাহান-ই-আলম জানান, রাতে দেলোয়ার হোসেন বাইসাইকেলে করে বসিলার দিকে যাচ্ছিলেন। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৮২১) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আমরা ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি।
নিহতের মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, নিহত দেলোয়ারের ভাই হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত ইয়াসিন পাটোয়ারীর ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।