বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অনলাইন পেইজ নকল করে নকল পণ্য বিক্রি করছে দুর্বৃত্তরা। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা জরুরী। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র্যাব পরিচালকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এক ব্যবসায়ী। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী তানিয়া আফরিন জানান, ২০২১ সালের ১৩ জুন অনলাইন পেইজ তৈরি করে ব্যবসায়ীক কাগজপত্র, ট্রেড লাইসেন্স, ট্রেড মার্ক, বিএসটিআই-এর অনুমোদন নিয়ে তাসা এন্ড তোহা হেয়ার অয়েলের ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর গ্রহকদের কাছ থেকে জানতে পারেন তারা যে তেলটি কিনেছেন সেটা নকল। তাৎক্ষণিক বিষয়টি যাচাই-বাছাই ও কেউ তেলটি নকল করছে কিনা তা অনুসন্ধান শুরু করেন। এ সময় তিনি দেখতে পান কিছু অসাধু ব্যক্তি তার অনলাইন পেইজের নামে হুবাহু একাধিক পেইজ খুলে তার তেল নকল করে বাজারজাত করে জনগণের সাথে প্রতারণা করছে।
এরই মধ্যে তিনি জানতে পারেন রাজধানীর লালবাগের ২ নং বিজিবি গেইট সংলগ্ন ২০৯ নম্বর বাসার ৪/এ ফ্ল্যাটে দুর্বৃত্তরা তার কোম্পানির নাম ব্যবহার করে নকল পণ্য তৈরি করে বাজারজাত করছে। বিষয়টি র্যাব-২, সিপিসি-৩-এর অধিনায়ক বরাবর অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ১৮ মার্চ ওই নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার ও নগদ টাকাসহ তেল বানানোর সরঞ্জামসহ ৬ লাখ টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ২৫, ১৮/০৩/২০২২ ইং)।
তিনি আরো জানান, নকল এড়াতে তিনি নতুন মোড়কে তেল বাজারজাত করলেও এবং গ্রেফতার হওয়া আসামিরা জেল-হাজতে থাকলেও তাদের অপরাপর সহযোগিরা নকল তেল বাজারজাত করা অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জোড় দাবি জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।