Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে আজ থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সারা দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত ট্রাকে সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এরই মধ্যে ট্রাকের সামনে ভিড় করেছেন ক্রেতারা। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫ লিটার তেল এবং দুই কেজি মশুর ডাল কিনতে পারছেন।
সারা দেশে টিসিবির ট্রাকে চলা বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন বিক্রি বন্ধ থাকবে। এর আগে লকডাউন ও জাতীয় শোক দিবস উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম গত ২৬ জুলাই থেকে শুরু হয়ে ২৬ আগস্ট শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ