Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজারে ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রিতে শীর্ষে ওয়ালটন

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দেশের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে বিক্রির শীর্ষে অবস্থান করছে ওয়ালটন। দিন দিন এই ব্রান্ডটির বিক্রয় সাফল্য ও চাহিদা বাড়ছে। বাংলাদেশের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে ওয়ালটন পণ্যের চাহিদা ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা থেকেই এমনটি জানিয়েছেন ওয়ালটনের বিক্রয়কর্মীরা। রাজধানীর ওয়ালটনের কয়েকটি প্লাজা ও শো-রুমের বিক্রয় কর্মীদের সঙ্গে আলাপ করলে তারা জানান, ফ্রিজ ও এলইডি টিভি বিক্রয় বাজারের সব কয়টি ব্রান্ডকে ছাড়িয়ে কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে ওয়ালটন। সায়দাবাদে ওয়ালটন প্লাজার বিক্রয় কর্মী আবদুর রহমান বলেন, সকল মডেল ও সাইজের ফ্রিজ, ডিপ ফ্রিজ, টেলিভিশন বিশেষ করে এলইডি টিভি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। অন্যান্য পণ্যের মধ্যে ওয়ালটন মোবাইল, এয়ারকন্ডিশনার, হোম এ্যপলায়েন্সও বিক্রি হচ্ছে সমানতালে। স্টেডিয়াম মার্কেটে ওয়ালটন শো-রুমের বিক্রয়কর্মী আফজাল বলেন, ওয়ালটন পণ্য এখন দেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। ওয়ালটন মানুষের আস্থার ব্রান্ড। কেউ ইলেক্ট্রনিক্স পণ্য ক্রয়ের চিন্তা করলেই আগে ওয়ালটন পণ্যের কথা চিন্তা করে। কারন গুণগত মানে ওয়ালটন বিশ্বমানের। দামেও সাশ্রয়ী। আর সার্ভিস পয়েন্টতো হাতের নাগালেই পাচ্ছেন ক্রেতারা। আধুনিক দৃষ্টিনন্দন ডিজাইন, কালার ও সাইজেও ওয়ালটন ক্রেতাদের আকৃষ্ট করে চলেছে। স্টেডিয়াম মার্কেটে পুরান ঢাকার আজিমপুর থেকে ডিপ ফ্রিজ ক্রয় করতে আসা রীনা বেগম বলেন, আমার ঘরে ওয়ালটনের টিভি, ফ্রিজ রয়েছে। এখন প্রয়োজন বলে একটা ডিপ ফ্রিজ কিনতে এসেছি। তিনি বলেন, ওয়ালটনতো ভালোই। অন্যান্য টিভি-ফ্রিজের চেয়ে ওয়ালটন আলাদা। অনেক দিন থেকে টিভি-ফ্রিজ ব্যবহার করছি। ভালোই চলছে। দামে একটু সাশ্রয় পাওয়া যায়, আবার মডেল, সাইজ, দেখতে সুন্দর। আর ওয়ালটনতো আমাদের দেশীয় পণ্য। ওয়ালটন পণ্য কিনলে আমার দেশের টাকা দেশেই থাকছে। দেশের সকলের উচিৎ আমাদের দেশীয় মান সম্পন্ন পণ্য কেনা। নিম্মমানের পণ্য সর্ম্পকে সচেতন থাকা দরকার। বিশেষ করে অনেক বিদেশি কোম্পানি আছে যাদের বিক্রয়য়োত্তর সেবার জন্য সার্ভিস পয়েন্ট পাওয়া কঠিন। এসব কিনে মানুষ ঠকছে এবং হয়রানি হচ্ছে। ওয়ালটনের কর্মকর্তারা বলেন, ওয়ালটন দিনদিনই এগিয়ে যাচ্ছে। গুণগত মান, বিক্রোয়োত্তর সেবা, আধুনিকতার সব ছোঁয়া আছে ওয়ালটন পণ্যে। দিনদিনই ওয়ালটন পণ্যের মডেল আপগ্রেড হচ্ছে। গত বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। যা ছাড়িয়ে গেছে চলতি বছরের প্রথমার্ধে বিক্রির লক্ষ্যমাত্রাকেও। ওয়ালটন বিপণন বিভাগের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. রায়হান জানান, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ওয়ালটনের সব পণ্যের বিক্রি বেড়েছে আশাতীত। গত বছরের জানুয়ারি থেকে জুন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ৫০ শতাংশেরও বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। এ ছাড়াও টেলিভিশন (কালার লাইন ও এলইডি টিভি) বিক্রি বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। আর চলতি বছরে এলইডি টিভি বিক্রিতে প্রায় ২৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ওয়ালটনের। যা অভ্যন্তরীণ টেলিভিশন বাজারে একটি মাইলফলক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজারে ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রিতে শীর্ষে ওয়ালটন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ