Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৩:৩০ পিএম

রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে রাজশাহীর নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে ২৫-৩০ বছরের ওই যুবকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে নৌপুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত এই ব্যক্তির ৫ থেকে ৬ দিন আগে মৃত্যু হয়েছে। লাশ দূর থেকে পানিতে ভেসে এসেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
লাশের শরীরে জখম আছে। তা দেখে ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তি হত্যাকা-ের শিকার হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহত ব্যক্তির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি এবং কাল রঙের প্যান্ট ছিল। মুখে আছে দাঁড়ি।
ওবায়দুল হক আরও জানান, স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এখন নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ