Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ‘বিশ্বাসঘাতক’কে বরখাস্ত করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১০:২৭ এএম

প্রথমবারের মতো নিজের শিবিরের ভিন্নমতের কথা স্বীকার করলেন এবং তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএন।

গতকাল বৃহস্পতিবার রাত্রিকালীন ভাষণে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের দুই সিনিয়র সদস্যকে বরখাস্তের ঘোষণা দেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘আজ ভিলেনদের বিষয়ে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বাসঘাতকদের সামলানোর সময় আমার নেই, কিন্তু পর্যায়ক্রমে তাদের সবাই শাস্তি পাবে।’

বরখাস্ত দুই জেনারেল হলেন- ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নওমভ আন্দ্রি ওলেহোভিচ এবং খেরসন অঞ্চলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার অফিসের প্রধান ক্রিভোরুচকো সের্হি ওলেকসান্দ্রোভিচ। কেড়ে নেওয়া হয়েছে তাদের পদমর্যাদাও।
পাশাপাশি একই মনোভাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করে দেন, যারা ‘সামরিক শপথ লঙ্ঘন করবে’ অবশ্যম্ভাবীভাবে সিনিয়র সামরিক পদ থেকে বঞ্চিত করা হবে। সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ