মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘ ৮৮ বছর পর ফের ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। মুসুল্লিদের স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুত ঐতিহাসিক এই মসজিদ।
আগামীকাল শুক্রবার তুরস্কের আকাশে রমযান মাসের চাঁদ উদিত হলে রাত থেকেই আনুষ্ঠানিকভাবে তারাবি শুরু হবে।
১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করার পর ২০২০ সালের ২৪ জুলাই এটিকে আবারো মসজিদের মর্যাদা ফিরিয়ে দেয়া হয় কিন্তু সে বছর এখানে করোনা ভাইরাসের কারণে তারাবি অনুষ্ঠিত হয়নি। কেননা, গত দুই বছর তুরস্কের সব মসজিদেই জামাতে তারাবির নামাজ নিষিদ্ধ ছিল। তাই আয়া সোফিয়ায় ৮৮ বছর পর ফের তারাবি চালু হওয়াটা একটি ঐতিহাসিক মুহূর্ত।
করোনার প্রাদুর্ভাব কেটে যাওয়ার ফলে তুর্কিরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। সে জন্য দুই বছর পর আয়া সোফিয়াসহ দেশটির সব মসজিদে এ বছর ফের তারাবির নামাজ জামাতে চালু হচ্ছে।
মসজিদগুলোতে পবিত্র রমযান মাস উপলক্ষে আরো বেশ কিছু আয়োজনও থাকবে। পুরো রমযানজুড়ে কুরআন খতম, কুরআন দাওর, দোয়া, হামদ-নাত ও ওয়াজ মাহফিল চলবে।
ইস্তাম্বুল ইফতা বোর্ড জানায়, এ বছর শহরটিতে অন্তত ১৫৮টি মসজিদ দিনরাত ২৪ ঘণ্টা ইবাদতের জন্য খোলা থাকবে। খতম তারাবি হবে ৯৩টি মসজিদে। আর ৬৩টি মসজিদে কুরআনের তাফসীর অনুষ্ঠিত হবে। ২০৯টি মসজিদে পাঁচজন করে মুসুল্লি ইতিকাফ করবেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।