Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে আমেরিকান অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৪:১০ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সোমবার (২৮ মার্চ) ছিল তার জন্মদিন। নিজের ৪৩তম জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান। ঘোষণা করেছেন নতুন সিনেমার নাম। জানিয়েছেন হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ শিরোনামের সিনেমাটি শুটিং শুরু করবেন খুব শিগগির। নিউইয়র্কে জন্মদিন আর ‘রাজকুমার’ সিনেমার মহরত একসাথে করেছেন ঢালিউড ভাইজান।

‘রাজকুমার’ সিনেমাটি প্রযোজনা করবে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস, জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। আর চমক হলো- সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে সিনেমার ওয়ার্কিং পোস্টার, অভিনেত্রীসহ বাকি সব তথ্য।

শাকিব বলেন, ‘কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে কোনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের একটা তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’

সিনেমার পরিচালক হিমেল আশরাফ অভিনেত্রী কোর্টনি কফি সম্পর্কে বলেন, ‘আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে যুক্তরাষ্ট্রে হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।’

প্রসঙ্গত, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট। কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ