Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:৩৪ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৩৬) নামের এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।

গত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আইয়ুব আলী সরদার জানান, আমার ছেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কর্মরত। রাতে ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ফরাজী হাসপাতালে আসামাত্রই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নেয়া হয়। ওইখান থেকে আমাদের খবর দিলে আমরা এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ