মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ঘটনায় বেশকিছু বন্ধ থাকার পর ফের খুলতে শুরু করেছে ইউক্রেনের কিন্ডারগার্টেনগুলো। যুদ্ধবিধ্বস্ত দেশটির এসব স্কুলগুলোতে এখন শেখানো হচ্ছে বিমান হামলা থেকে বাঁচার কৌশল। হামলাকালীন সময়ের সুরক্ষা নিশ্চিতে রীতিমতো মহড়া পরিচালনা করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নিচ্ছেন এসব মহড়ায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের কিন্ডারগার্টেনগুলোর একটি নেটওয়ার্ক পরিচালনা করেন সোলোমিয়া বোইকোভিচ। তিনি জানান, যখন বিমান হামলার সাইরেন বেজে উঠে সেই সময়ের করণীয় নিয়ে অনুশীলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। এর ফলে শিশুরা জানতে পারবে, ওই সময়টিতে তাদের কী করতে হবে।
এ ধরনের একটি অনুশীলনে নিজেও উপস্থিত থাকার কথা জানান সোলোমিয়া বোইকোভিচ। তিনি বলেন, এ সময় শিশুরা আশ্রয়কেন্দ্রে যাচ্ছিল এবং সেখানে কোনও নেতিবাচক আবেগ ছিল না। কোনও আতঙ্ক ছিল না। শিশুরা এটিকে একটি খেলা হিসেবে নিয়েছিল এবং তারা আশ্রয়কেন্দ্রে তারা খেলতে শুরু করে।
আশ্রয়কেন্দ্র খোলা কিন্ডারগার্টেনগুলোর মধ্যে একটিতে একটি খেলার জায়গা, বুক কর্নার এবং আর্টস সেন্টারও রয়েছে বলে জানান সোলোমিয়া বোইকোভিচ। তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা প্রচুর পানি, কিছু খাবার এবং স্লিপিং ব্যাগ প্রস্তুত রেখেছিলাম।’
চলমান যুদ্ধে ইউক্রেনীয় শিশুদের জন্য শিক্ষা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বলে জানান সোলোমিয়া বোইকোভিচ। তার ভাষায়, ‘একবিংশ শতাব্দীতে যুদ্ধ এলে কী করতে হবে তার বর্ণনাসমৃদ্ধ কোনও বই আমাদের কাছে নেই।’ সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।