Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে একাধিক মামলার আসামীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৬:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়র কাঁচপুর এলাকা থেকে সোমবার সকালে জাহিদ(২৫) নামের একাধিক মামলার আসামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার কাঁচপুর বিসিক এলাকা থেকে জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।

নিহত জিহাদ কাচঁপর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার ভোর ৪টার দিকে কাচঁপুর বিসিক এলাকায় জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা মর্গে প্রেরণ হয়েছে। নিহত জিহাদের মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা করছে হয়তো মাদক, ডাকাতি বা ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় জিহাদকে কুপিয়ে হত্যা করেছে তার সহযোগিরা।
সোনারগাঁ থানার ওসি হাফিজুল রহমার জানান, কাঁচপুর এলাকা থেকে জিহাদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাহিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি ও হেফাজতসহ একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ