মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে অভিযান চালানো বন্ধ এবং ভবিষ্যতে দেশটিতে এ ধরনের কার্যক্রম না করার প্রতিশ্রুতি যদি দেন, তবে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। দৈনিক টেলিগ্রাফে এ কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তার জন্য ব্রিটেনের পররাষ্ট্র দফতরে একটি ‘নেগোসিয়েশন ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ব্রিটেনের এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের। এর মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহরে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যান্য শহরেও হামলা জোরদার করেছে তারা। স¤প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়ান সেনারা। ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বাইডেন বলেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।’ বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।