Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রুশ যুদ্ধজাহাজে হামলায় জড়িত ব্রিটেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৮:২৩ পিএম

ক্রিমিয়ান বন্দর নগরী সেভাস্তপলের কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা চালাতে ইউক্রেনকে সাহায্য করেছে ব্রিটেন। রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। আজ শনিবার বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় ৪ টা ২০ মিনিট নাগাদ এই হামলা শুরু হয়। ৯টি মনুষ্যহীন ড্রোন এবং ৭ টি সামুদ্রিক ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত একটি রুশ যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই হামলা ইউক্রেন চালিয়েছে কি না- সেই সম্পর্কে এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এদিকে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই হামলা চালাতে ইউক্রেনকে ব্রিটেন সাহায্য করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই সন্ত্রাসী কার্যকলাপ এবং ইউক্রেনীয় ৭৩ তম স্পেশাল সেন্টারের সামরিক বাহিনীর সামুদ্রিক অপারেশনের জন্য প্রশিক্ষণ ব্রিটিশ বিশেষজ্ঞদের নির্দেশনায় হয়েছে। ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের অচাকিভে এসব প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রাশিয়ার এমন অভিযোগ নিয়ে ব্রিটেনের পক্ষ থেকে কিছু জানানো হয় নি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে আসছে-এর মধ্যে অন্যতম একটি দেশ ব্রিটেন। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ