Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কর্নাটকে মাদরাসা বন্ধ করতে চায় বিজেপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ২:২৯ পিএম

হিজাব বিতর্কের পর আবারও শিরোনামে ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটক। এবার কর্নাটকের মুখ্যমন্ত্রীকে মাদরাসা বন্ধের আবেদন তারই রাজনৈতিক সচিব তথা বিজেপি বিধায়ক এমপি রেণুকাচার্যের।

আগামী ৫ এপ্রিল একগুচ্ছ কর্মসূচি নিয়ে কর্নাটকে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারও আগে ১ এপ্রিল কর্নাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির শীর্ষ দুই নেতার সফরের কয়েকদিন আগে খোদ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিবের মাদরাসা বন্ধের এই আবেদন স্বাভাবিকভাবেই নয়া বিতর্কের জন্ম দিয়েছে।

হিজাব ইস্যুতে উত্তাল হয় কর্নাটক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণ করা নিয়ে রাজ্যের একটি বড় অংশে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ-আন্দোলন শুরু করে দেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্কুল, কলেজ বন্ধ করে দিতে হয় কর্নাটক সরকারকে।

বিষয়টির গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও শেষমেশ বিতর্কের ফয়সালা হয় কর্নাটক হাইকোর্টেই। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ার উপরে নিষেধাজ্ঞা বহাল রাখে উচ্চ আদালত। ‘হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’, রায়ে একথা জানিয়ে আপাতত সেই বিতর্কে দাঁড়ি টেনেছে উচ্চ আদালত।

এবার বিজেপি বিধায়কের আবেদনে নয়া বিতর্ক কর্নাটকে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবারজ বোম্মাইয়ের রাজনৈতিক সচিব তথা বিজেপি বিধায়ক এমপি রেণুকাচার্য। তিনিই এবার গোটা রাজ্যে মাদ্রাসা বন্ধের আবেদন জানিয়েছেন। মাদ্রাসাগুলি থেকে ‘দেশবিরোধী’ পাঠ দেওয়া হয় বলে অভিযোগ এই বিজেপি নেতার।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মাদ্রাসা নিষিদ্ধ করার জন্য অনুরোধ করছি। আমাদের কি অন্য স্কুল নেই যেখানে হিন্দু ও খ্রিস্টান শিক্ষার্থীরা পড়াশোনা করে? মাদ্রাসা থেকে দেশবিরোধী শিক্ষা দেওয়া হয়। তাদের নিষিদ্ধ করা উচিত অথবা অন্য স্কুলে যে সিলেবাস পড়ানো হয় সেটাই তাদের শেখানো উচিত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৫ এপ্রিল একাধিক কর্মসূচি নিয়ে কর্নাটকে যাচ্ছেন। তারও আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ১ এপ্রিল রাজ্যে যাচ্ছেন। ঠিক তার আগে বিজেপি বিধায়কের মাদ্রাসা বন্ধের এই আবেদন নয়া বিতর্কের জন্ম দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্র: টাইমস নাউ।

 



 

Show all comments
  • jack ali ২৭ মার্চ, ২০২২, ৪:৫৯ পিএম says : 0
    O'Allah BJP transgressed all bound ...... O'Allah destroy them and save muslim from these Barbarian Norandra Modi and his Muslim Killers.
    Total Reply(0) Reply
  • Morshed ২৭ মার্চ, ২০২২, ২:৩৮ পিএম says : 0
    ইন্ডিয়ার পতন হবে বিজেপি সরকারের কারণে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ