Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরামকোর পেট্রোলিয়াম পণ্য বিতরণ কেন্দ্রে হুতি হামলা : আগুন

হামলা সত্ত্বেও জেদ্দায় আজ শুরু হচ্ছে গ্র্যান্ড প্রিক্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০২ এএম

আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, জেদ্দায় আরামকোর পেট্রোলিয়াম পণ্যের বিতরণ কেন্দ্রে হামলা হয়েছে। এতে দুটি স্টোরেজ ট্যাংকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সউদী আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগর তীরবর্তী জেদ্দার আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা গেছে। এ বন্দরনগরীতেই আজ রোববার ফর্মুলা ওয়ান মোটর রেসিং ‘সউদী অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রেসের সার্কিট থেকে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। এ হামলার জবাবে সউদী জোট বাহিনী ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে।

সউদী আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সউদী মালিকানাধীন আখবারিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারকৃত ফুটেজে আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স।
সউদী আরব এ ‘নাশকতামূলক হামলার’ তীব্র নিন্দা জানাচ্ছে। সউদীর জ্বালানি মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলার ফলাফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটলে তার দায়দায়িত্ব সউদী আরব বহন করবে না। এ হামলা সউদী আরবের উৎপাদন ক্ষমতায় ও বিশ্ববাজারে দেশটির জ্বালানি সরবরাহের বাধ্যবাধকতায় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে তারা। এ হামলার বিষয়ে আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া জানিয়েছেন, তারা শুক্রবার জেদ্দায় আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং রাস তানুরা ও রাবিঘ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। সউদী আরবের রাজধানী রিয়াদের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়ও’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সউদীর জ্বালানি মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, জোট বাহিনী হুতিদের অনেকগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে। তারা আরো জানায়, সউদীর বিমান প্রতিরক্ষা বাহিনী জিযানের উদ্দেশ্যে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে, তবে এর কারণে একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ‘সীমিত’ অগ্নিকাণ্ড ঘটেছে।

হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন দিয়ে সশস্ত্র করে তোলার জন্য সউদীর জ্বালানি মন্ত্রণালয় ইরানকে দোষারোপ কয়েছে। অপরদিকে হুতিদের অস্ত্র দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।
সম্প্রতি সউদী আরবের তেল স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে ইরানের মিত্র হুতিরা। রমজান মাসের অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত এ ধরনের হামলা চলবে বলে ধারণা করা হচ্ছে। হামলার জবাবে শনিবার ভোররাতে ইয়েমেনে হামলা চালিয়েছে সউদী জোট বাহিনী। বৈশ্বিক জ্বালানি উৎস ও সরবরাহ চেইন রক্ষা করার লক্ষ্যে তারা পাল্টা হামলা চালিয়েছে বলে সউদী জোট দাবি করেছে। গতকালের এ হামলায় হুতিদের নিয়ন্ত্রিণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর তীরবর্তী বন্দরশহর হোদেইদাহের ‘হুমকির উৎসগুলোতে’ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মিত্র সউদী আরবের ওপর চালানো হামলার নিন্দা করেছেন এবং ইয়েমেনের সঙ্ঘাতের একটি টেকসই সমাধানের জন্য কাজ করার পাশাপাশি রিয়াদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
জেদ্দায় হামলা হলেও গ্র্যান্ড প্রিক্স পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাবে বলে জানিয়েছেন ফর্মুলা ওয়ানের প্রধান নির্বাহী ইতালীয় নাগরিক স্তেফানো ডোমিনিকালি।

গত রোববার হুতি হামলায় সউদী আরবের একটি তেল শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়েছিল ও একটি পেট্রলিয়াম পণ্যের বিতরণ টার্মিনালে আগুন ধরে গিয়েছিল। ১১ মার্চও হুতিরা রিয়াদের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছিল, তাতে ছোটখাটো একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। সূত্র : রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ