Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুইবার মৃত্যুর হাত থেকে বাঁচল কিশোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে।’ আর এ কথাটিই যেন সত্যি হয়েছে।নিশ্চিত মৃত্যুর হাত থেকে দুইবার বেঁচে গিয়েছে এক কিশোর।অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কেরালার কান্নুরের তালিপারম্বার কাছে চোরুক্কালা এলাকায়। এনডিটিভি শুক্রবার জানায়, তীব্র গতিতে সাইকেল চালিয়ে এক কিশোর ব্যস্ত মহাসড়কের দিকে যাচ্ছিল।এ সময় প্রথমে একটি মোটরসাইকেল ও পরে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভারতের তেলেঙ্গানা এলাকায় এক কিশোর তীব্র গতিতে সাইকেল চালিয়ে হঠাৎ মহাসড়কে চলে আসে।তখন একটি মোটরসাইকেলের সঙ্গে কিশোরের ধাক্কা লাগে।এতে সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায় ওই কিশোর।তখন মুহূর্তের মধ্যে দ্রুত গতিতে আরেকটি যাত্রীবাহী বাস এসে রাস্তায় পড়ে থাকা কিশোরের সাইকেলটি গুঁড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায় কিশোর রাস্তার পাশে দাঁড়িয়ে তার হাত পা ঝারছে।মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় কিশোর। বড় ধরনের ধাক্কা লাগলেও সামান্য আঘাত পেয়েছে ওই কিশোর। টুইট বার্তায় লেখা হয়, ক্যামেরায় ধরা না পড়লে কেউ বিশ্বাসই করত না! সাইকেলে থাকা কেরালার ছেলেটিকে মোটরবাইক ধাক্কা মারে এবং বাসের ধাক্কায় অল্পের জন্য বেঁচে যায়। এনিডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ