মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কলকাতায় ছেড়া জিন্স (রিপড জিন্স) পরে কলেজে আসা নিষিদ্ধ করেছে একটি বিশ্ববিদ্যালয়। শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। গত বুধবার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ এমন নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিমভাবে ছেঁড়া কোনো জিন্স পরে কলেজে আসা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশনা অমান্য করে, তাহলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থীর কাছে ‘রিপড জিন্স’ তুমুল জনপ্রিয়। এক শিক্ষার্থী বলেন, ‘অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি মানা যেতে পারে, কিন্তু ‘রিপড জিন্স’ নিষিদ্ধ করা অযৌক্তিক।’ এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে, ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করে এক শিক্ষাপ্রতিষ্ঠান। তা নিয়ে সারা ভারতে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।