Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তল্লাশিতে নারীকে নগ্ন করার অভিযোগ ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

ভারতের একটি বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ৮০ বছর বয়সী এক শারীরিকভাবে প্রতিবন্ধি নারীকে নগ্ন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গুয়াহাটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই নারীর শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে সংযোজন করা হিপ প্লেটকে সেখানে দায়িত্বরত সিআইএসএফের কর্মীরা ভুল কিছু সন্দেহ করে। পরে তার মেয়ে অ্যানথ্রোপ্লোজিস্ট ডলি কিকন টুইট করে অভিযোগ করেন, ওই নারীর কেয়ারটেকার এ ঘটনায় অভিযোগ দায়ের করতে চাইলে সিআইএসএফের সদস্যরা তাকেও হয়রানি করে। এটা ন্যক্কারজনক! আমার ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে অন্তর্বাস খুলতে এবং তাকে নগ্ন হতে বাধ্য করা হয়। সিআইএসএফ কর্মীরা আরও সংবেদনশীল হতে পারতেন বলে স্বীকার করে বিমানবন্দর কর্তৃপক্ষ। চিফ এয়ারপোর্ট অফিসার উৎপল বড়ুয়া বলেন, এ ঘটনার কিছু সময় পরে বিমানবন্দর কর্মকর্তারা এবং সিআইএসএফের কর্মকর্তারা ভুক্তভোগী নারী ও তার সহকারীর সঙ্গে কথা বলেছেন। পরে তারা খুশি মনে গো-এয়ারের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। সমস্যার সমাধান হওয়ার আগেই টুইটটি করা হয়েছিল। বিমানবন্দর সূত্র জানায়, হুইলচেয়ারের যাত্রীদের মাধ্যমে, এমনকি পায়ুপথে স্বর্ণ চোরাচালানের একাধিক ঘটনা ঘটেছে, যা সিআইএসএফ কর্মীদের অতিরিক্ত সতর্ক করেছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ