Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৪:২৩ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন । এতে আহত হন আরও অন্তত ১০ জন । শনিবার দুপুরে ওই উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে আটক করে । পুলিশ ও এলাকাবাসী জানায় , ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের নিটক টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে রুবেল মিয়ার । বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । উক্ত বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে অন্তত রহমত আলীসহ উল্লেখিত সংখ্যক লোক আহত হন । তাদেরকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় রহমত আলী মারা যান ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ