Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাস না করে স্কুল বাসে মদের পার্টি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ৩:৪০ পিএম

ভারতের তামিলনাড়ুতে সদ্য একটি ঘটনা নিয়ে ঝড় উঠেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে চলন্ত বাসে স্কুল ছাত্র-ছাত্রীরা মদ খাচ্ছে। শিক্ষার্থীরা সবাই চেঙ্গলপাট্টুর এক সরকারি স্কুলের বলে জানা গেছে। ছাত্র-ছাত্রীরা প্রত্যেকেই স্কুল ইউনিফর্ম পরে ছিল। বাসটি থিরুকাজুকুন্ড্রম থেকে থাচুর যাচ্ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে এটি পুরনো ভিডিও বলে ধারণা করা হয়। পরে জানা যায় ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে। ভাইরাল ভিডিও পৌঁছোয় জেলা শিক্ষা কর্মকর্তাদের হাতে। এরপরেই নড়েচড়ে বসেন তারা। পুলিশ তদন্তের ব্যবস্থা করেন তারা। স্কুলের ছাত্র-ছাত্রীরা হাতে মদ কীভাবে পেল, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র-ছাত্রী, বাসচালকদের চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মইপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ ওঠে। তাদের বহিস্কারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সূত্র-হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • jack ali ২৫ মার্চ, ২০২২, ৫:১১ পিএম says : 0
    Very soon we are going to enjoy alcohol in our country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ