মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘ইউক্রেনের সামরিক অভিযানে রাশিয়াকে সাহায্য করলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে চীনকে’ এমন হুশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ব্রাসেলসে চলমান ন্যাটো সম্মেলনে এ হুশিয়ারিই আবার পুর্নব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ন্যাটো সম্মেলনের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাইডেন। তিনি বলেন, ‘‘শি বোঝেন যে চীনের অর্থনৈতিক স্বার্থ পশ্চিমের সাথে, রাশিয়ার সাথে নয়।’’
সাংবাদিকদের বাইডেন বলেন, ‘‘আমি কোন হুমকি দেইনি, তবে আমি আমেরিকান এবং বিদেশী কর্পোরেশনের সংখ্যা উল্লেখ করেছি যারা তাদের (রাশিয়ার) বর্বর আচরণের ফলস্বরূপ রাশিয়া ছেড়ে গেছে।’’ রাশিয়াকে সহায়তা করলে ‘নিজেকে গুরুত্বপূর্ণ বিপদে ফেলবেন’ বলে চীনের প্রেসিডেন্ট শি জিন-পিংকে সতর্ক করেছিলেন বাইডেন।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনকেও সতর্ক করেছেন বাইডেন। বাইডেন বলেন, ‘‘রাশিয়া এটি (রাসায়নিক অস্ত্র) ব্যবহার করলে আমরা সাড়া দেব। প্রতিক্রিয়ার প্রকৃতি নির্ভর করবে ব্যবহারের প্রকৃতির উপর।’’
চীনের কাছে সামরিক সহায়তার অনুরোধ করেছে মস্কো, এমন খবরের পর নড়েচড়ে বসেছিল বাইডেন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা দাবি করেছিল রাশিয়াকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে চীন।
তবে বরাবরই নিজেদের শান্তি এবং আলোচনার পক্ষে বলে দাবি করে আসছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গত সপ্তাহে বলেন, ‘‘ইউক্রেন ইস্যুতে, চীনের দৃষ্টিভঙ্গি শান্তি আলোচনা এবং বড় আকারের মানবিক সংকট এড়ানো।’’
তবে একাধিকবার জাতিসংঘের সাধারণ পরিষদের রাশিয়ার পক্ষে শক্তিশালী সমর্থন হিসেবে নিজেদের অবস্থান প্রকাশ করেছে বেইজিং। সর্বশেষ সাধারণ পরিষদে যুদ্ধ জারি রেখেই ইউক্রেনে মানবিক সহায়তা প্রেরণে রুশ প্রস্তাবে সমর্থন জানিয়েছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সহায়তা করলে চীনের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপ কার্যত দুষ্কর। বোডইন কলেজের সরকারী ও এশিয়ান স্টাডিজের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার হিউরলিন বলেন, ‘‘চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কের কারণে এটি অনেক বেশি কঠিন।’’
সূত্র: আলজাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।