গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের কাছে স্বদেশ পরিবহনের একটি বাসের চাপায় ফারুক মিয়া (৫৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ফারুক মিয়া দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছিলেন।
আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মহাসিন ঢাকা পোস্টকে বলেন, সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় ফারুক মিয়া বাসচাপায় আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণ গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যান। বাসটিকে আমাদের হেফাজতে নিয়েছি। নিহতের বাসা হাজারীবাগ এলাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।