Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়েভে রুশ তরুণীর মৃত্যুর দাবি ঘিরে গুঞ্জন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৫:৪১ পিএম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও এক সাংবাদিকের মৃত্যু। যুদ্ধবিধ্বস্ত কিয়েভে সংঘর্ষের মধ্যে মারা গিয়েছেন রাশিয়ার সাংবাদিক ওকসানা রাউলিনা। ‘আল জাজিরা টিভি’ সূত্রে তেমনটাই দাবি করা হয়েছে।

জানা যাচ্ছে, কিয়েভের একটি বহুতল ভবনে ছিলেন ওকসানা। সেখানে এর আগে হওয়া রুশ হামলার ফলে কী ক্ষতি হয়েছে, সেটাই ক্যামেরাবন্দি করছিলেন তিনি। সেই সময়ই ফের সেখানে আছড়ে পড়ে রুশ গোলা। তাতেই প্রাণ হারান ইনসাইডারের ওই সাংবাদিক।

জানা গিয়েছে, হামলায় ওই রুশ সাংবাদিক ছাড়াও মারা গিয়েছেন আরেক সাধারণ নাগরিক। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত। তারা ওকসানার সঙ্গে সেখানেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পরই ওকসানা যুদ্ধের খবর কভার করতে এদেশে উপস্থিত হন। কিয়েভ ও লিভিভের মতো শহর থেকে টানা যুদ্ধের রিপোর্ট করতে দেখা গিয়েছিল তাকে। তার মৃত্যুতে ইনসাইডারের তরফে শোকপ্রকাশ করা হয়েছে।

উল্লেখ, কয়েক দিন আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয়েছিলেন ফক্স নিউজের চিত্র সাংবাদিক পিয়েরে জাকার জেনওয়াস্কি। গোলা আছড়ে পড়ে তার গাড়িতে। সেখানেই প্রাণ যায় ওই সাংবাদিকের। গুরুতর আহত হন তার সঙ্গী সাংবাদিক বেঞ্জামিন হল। এর আগে নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিকেরও মৃত্যু হয়েছিল ইউক্রেনে। এই ভাবে যুদ্ধের ছোবলে প্রাণহানির তালিকায় ক্রমেই দীর্ঘ হচ্ছে সাংবাদিকদের নামও। এখনও পর্যন্ত সাতজন সাংবাকিদের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিত যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ