Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোট বেঁধে নির্বাচনের মাঠে ডিপজল-সেলিম খান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৯:৩৫ এএম

দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির নির্বাচন। শোনা যাচ্ছে, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির এবারের নির্বাচনে জোট বেঁধেছেন সময়ের সবচেয়ে বেশি অর্থ লগ্নীকারী দুই প্রযোজক চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে এখনও তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

তবে এবারের নির্বাচনে ডিপজল ও সেলিম খানের জোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা শামিম আহমেদ রনি। বুধবার (২৩ মার্চ) দুপুরে ফেসবুকে ডিপজল ও সেলিম খানের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'বাংলা চলচ্চিত্রে নতুন ইতিহাসের অপেক্ষা এবার...। ডিপজল ভাই + সেলিম ভাই।'

সেলিম খান এরই মধ্যে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেন। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ১২ মাসে ১২টি সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী নির্মাণ করে যাচ্ছেন এই প্রযোজক।

উল্লেখ্য, গত ২ মার্চ বিএফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ