মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন ইস্যুতে আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এক বিবৃতিতে মঙ্গলবার এই দুই নেতার আলাপের বিষয় নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস। বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি এবং নিরাপত্তার উদ্বেগ নিয়ে কথা হয়েছে। এখনও কোনও চুক্তি হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যুদ্ধবিরতি কিংবা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আলোচনা ছাড়া আর কোনও পথ নেই। ম্যাখোঁ ইউক্রেনের পাশে আছে বলে জানিয়েছেন তিনি। এদিন জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ ও ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘির সঙ্গেও কথা বলেছেন ম্যাক্রোঁ। ব্রাসেলসে সম্মেলনে বসার আগে তিন দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করে নেন তিনি। আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপের জ্বালানি চাহিদা সেইসঙ্গে খাদ্য নিরাপত্তা। চলমান সংকট মোকাবিলায় ইতোপূর্বে মস্কো ছুটে যান ফরাসি প্রেসিডেন্ট। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।