Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোট নিয়ে ৬ সপ্তাহ কোর্টের বাইরে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১০:২২ এএম

চোটের নিয়েই খেলেন ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে। শেষ পর্যন্ত চোটই কাল হলো রাফায়েল নাদালের জন্য। পাঁজরের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন এই টেনিস তারকা। গত শনিবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে কার্লোস আলকারাসের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন নাদাল।

ব্যথা নিয়েই ফাইনাল খেলে জিততে পারেননি স্প্যানিশ তারকা। তাকে হারিয়ে শিরোপা জিতে নেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ। ম্যাচ চলাকালীন শ্বাস নেওয়ার সময় ব্যথা অনুভব করছিলেন নাদাল। পরে নিজেই জানান, এক পর্যায়ে মাথা ঘোরাচ্ছিল তার।

ফ্রিটজের কাছে হারের আগে টানা ২০ ম্যাচে জয় পেয়েছিলেন নাদাল। চলতি বছরে এটি তার প্রথম হার। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার চোটের বিষয়টি জানিয়ে নাদাল লেখেন,‘ফাইনালে অস্বস্তি নিয়ে খেলার পরপরই আমি আমার মেডিকেল টিমের কাছে গিয়েছিলাম পরীক্ষা করাতে।’


এছাড়া তিনি লিখেন,‘যা দেখা যাচ্ছে, আমার পাঁজরে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। এটি ভালো খবর নয় এবং আমি এটি আশা করিনি।’

ধারণা করা হচ্ছে, চোটের কারণে আগামী এপ্রিলে মন্টে কার্লো এবং বার্সেলোনায় ক্লে কোর্টের দুটি ইভেন্টই মিস করবেন নাদাল। আগামী ২২ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন দিয়ে কোর্টে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী তারকা। রোলাঁ গাঁরোয় এখন পর্যন্ত রেকর্ড ১৩ বার শিরোপা জিতেছেন নাদাল।

চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মহাকাব্যিক লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন তিনি। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে নিজের করে নেন পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ