Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই প্রথম একই ফ্রেমে নিরব-দীঘি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১০:২০ এএম

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে এরই মধ্যে নানা আয়োজন শুরু হয়ে গেছে। এই উৎসবকে কেন্দ্র করে নাটক, মিউজিক ভিডিও , ফ্যাশন ভিডিওসহ ফ্যাশন হাউজগুলোর বিভিন্ন ফটোশুটে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় সব তারকারাও। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম ফ্যাশন হাউজ বিশ্বরঙ এর ফটোশুটে প্রথমবারের মত জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরব এবং চিত্রনায়িকা দীঘি।

ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘নিরব ও দীঘিকে এক ফ্রেমে আনার প্রথম কাজটি করতে পেরে তার ভালো লাগছে। এর আগে নিরবের সঙ্গে অনেক বার কাজ করেছেন। নিরব তার ক্যারিয়ারের প্রথম থেকেই বিশ্বরঙের সাথে সম্পৃক্ত। বিশ্বরঙ পরিবারের নতুন সদস্য দীঘি আমার খুব আদরের ছোট বোন। ওদের দুজনের রসায়ন দেখার জন্য সবাইকে বিশ্বরঙের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আশা করি, নতুন এই জুটির কাজ সবার ভালো লাগবে।’

একসঙ্গে কাজ করে নিরব-দীঘি দুজনই ভীষণ উচ্ছ্বসিত। চিত্রনায়ক নিরব বলেন, ‘আমরা খুব আনন্দ নিয়ে ফটোশুটটি করেছি। পুরো কাজটি করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি, সবার ভালো লাগবে।’

ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে চিত্রনায়িকা দীঘি বলেন, ‘প্রথম বার ফ্যাশন হাউস বিশ্বরঙের জন্য শুট করলাম। এত বড় মাপের ফ্যাশন হাউসের সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা দাদা অনেক ভালো মানুষ। আমরা খুব মজা করে কাজটি করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ